Suvendu Adhikari: শুভেন্দুর ওপর হামলার দায়িত্ব ৩ জন বাংলাদেশি দুষ্কৃতীকে ! দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: শুভেন্দু অধিকারীর ওপর হামলার পরিকল্পনা বাংলাদেশি জঙ্গি সংগঠনগুলির । কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর তরফ থেকে সতর্ক করা হয়েছে রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশকে । একটি জনসভায় শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী মন্তব্য করেন । তার জেরেই হামলার পরিকল্পনা, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে খবর ।  বাংলাদেশের দুটি জঙ্গি সংগঠন হারাকত-উল-জিয়াদ-আল-ইসলামি ও হিজাব-উদ-তাহিরের পরিকল্পনা, দাবি কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর । ৩ জন বাংলাদেশি দুষ্কৃতীকে হামলার দায়িত্ব, কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনী সূত্রে দাবি

আরও খবর...

বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border Gavaskar Trophy) দুই দলের টক্কর চলছে সেয়ানে সেয়ানে। তিন টেস্ট ম্যাচের পর সিরিজ আপাতত ১-১। সিরিজের ফয়সালা হবে শেষ দুই টেস্টে। বৃহস্পতিবার থেকে মেলবোর্নে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়া বক্সিং ডে টেস্ট। তার আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল অস্ট্রেলিয়া। কেমন হল সেই দল? অস্ট্রেলিয়ার একাদশ নিয়ে সকলের কৌতূহল ছিল মূলত একটাই কারণে। ভারতের আতঙ্ক হয়ে ওঠা ট্র্যাভিস হেড (Travis Head) কি একাদশে থাকবেন? কুঁচকির চোট রয়েছে হেডের। তবে অস্ট্রেলিয়া যে একাদশ ঘোষণা করেছে, তা উদ্বেগে রাখবে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে। কারণ, সেই দলে রাখা হয়েছে হেডকে। তিনি ফিটনেস পরীক্ষায় পাশ করেছেন। সেই সঙ্গে অভিষেক হতে চলেছে স্যাম কনস্টাসের (Sam Konstas)।

ফের মিড ডে মিলে টিকটিকি মেলার অভিযোগ। এবার সেই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের বৈকুন্ঠপুরের ৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিভাবকদের একাংশের অভিযোগ মঙ্গলবার খিচুরি বাড়ি নিয়ে যাওয়ার পরই খাবারে টিকটিকির দেহাংশের মতো কিছু দেখতে পান তাঁরা। কিছু একটা ছিল সে কথা স্বীকার করেছেন অঙ্গনওয়াড়ির রাঁধুনীও। ঘটনায় জানাজানি হতেই চাঞ্চল্য় ছড়ায় এলাকায়। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola