এখন কলকাতা (Seg 1): পকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত, একদিনের জেল হেফাজতের নির্দেশ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপকেটমারির অভিযোগে কলকাতা বইমেলা (Kolkata Bookfair) থেকে গ্রেফতার অভিনেত্রী রূপা দত্ত। ধৃতের একদিনের জেল হেফাজতের নির্দেশ। বিধাননগর আদালতের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পুলিশ।
এদিকে, দমকলের ১৬ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ট্যাংরার (Tangra) আগুন। বিধ্বংসী আগুনে পুড়ে ছাই গুদাম। বেআইনিভাবে দাহ্য পদার্থ মজুতের অভিযোগ। শুরু হয়েছে গুদামের পাঁচিল ভাঙার কাজ। 'ইচ্ছেমতো গুদামের মধ্যে নির্মাণে বদল', গুদামে একাধিক অনিয়মের অভিযোগ স্থানীয়দের। বিপজ্জনক দেওয়াল ভাঙার কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। ভিতরের দাহ্যপদার্থ বের করে আনা হয়েছে।
ট্যাংরা অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। মেয়রকে ফায়ার সেফটি অডিট কমিটি গড়ার নির্দেশ। পুলিশ, দমকল, পুরসভাকে নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গকে কটাক্ষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "১০ বছর পর কমিটি তৈরি নিয়ে বোধোদয় হয়েছে! কমিটি তৈরি করতে যদি ১১ বছর লাগে, তাহলে কমিটির রিপোর্ট আর কতদিন পর আসবে হিসেব করে নিন।"