Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ekhon Kolkata : ৫০ বছর পর নিভল ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫০ বছর পর নিভল অমর জওয়ান জ্যোতির অগ্নিশিখা। সরিয়ে দেওয়া হল দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি। স্থানান্তর করে মিলিয়ে দেওয়া হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে। দেশজোড়া বিতর্কের মধ্যেই আজ সকালে বিবৃতি জারি করে স্বরাষ্ট্রমন্ত্রক। জানানো হয়, অগ্নিশিখা না নিভিয়ে তা সরিয়ে দেওয়া হবে। ১৯৭১-এর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতীয় সেনাদের স্মৃতিতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী (Indira Gandhi) অমর জওয়ান জ্যোতি স্মৃতিসৌধের উদ্বোধন করেন। সমালোচনায় সরব রাহুল গাঁধী (Rahul Gandhi)। গোটা বিষয়টিকে দুঃখজনক হিসেবে চিহ্নিত করে রাহুলের অভিযোগ, কিছু মানুষ দেশাত্মবোধ ও আত্মত্যাগের মানে বোঝেন না। সেনাকে সম্মান জানাতেই সিদ্ধান্ত, ট্যুইট বিজেপি নেতা অমিত মালব্যর (Amit Malviya)।
ইন্দিরা গাঁধী বেঁচে থাকলে কাঁদতেন। অমর জওয়ান জ্যোতি সরানো প্রসঙ্গে প্রতিক্রিয়া অনুব্রত মণ্ডলের। অমর জওয়ান জ্যোতি যে সরিয়ে দেওয়া হয়েছে এর মতো লজ্জার বিষয় আর কিছু হয় না। আমি জানি না ভারতবর্ষটাকে কোথায় নিয়ে যাবে। এরা কী ভারতবর্ষের মানুষ নয়? এরা কী ভারতবর্ষকে ভালবাসতে জানে না? মন্তব্য অনুব্রত মণ্ডলের।