Tmc News: তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর, দূরত্ব তৈরির চেষ্টা? | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda live: সাংসদ সুখেন্দুশেখর রায়ের সঙ্গে দূরত্ব তৈরি করছে তৃণমূল? কাল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকে আমন্ত্রণ পেলেন না সুখেন্দুশেখর রায়, খবর সূত্রের। সুখেন্দুশেখরকে কি বাদ দেওয়া হয়েছে জাতীয় কর্মসমিতি থেকে? জল্পনা তৃণমূলে, প্রতিক্রিয়া দিতে নারাজ তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। 'দলে শৃঙ্খলা সবার আগে, যা ইচ্ছা বলা যায় না', আর জি কর-কাণ্ডে সুখেন্দুশেখরের আক্রমণের প্রসঙ্গ টেনে মন্তব্য ফিরহাদের। 

আর খবর..

ঘাটালে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্বে কড়া দলের শীর্ষ নেতৃত্ব। শীর্ষ নেতৃত্বর তরফে চাওয়া হল রিপোর্ট, খবর সূত্রের। ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি আশিস হুদাইত ও জেলার মন্ত্রী মানস ভুঁইয়ার কাছে রিপোর্ট তলব। ইতিমধ্যেই ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি রিপোর্ট পাঠিয়েছেন, খবর সূত্রের। রিপোর্ট পাঠাচ্ছেন মানস ভুঁইয়া। শাস্তির মুখে শঙ্কর দলুই? রিপোর্ট খতিয়ে দেখার পরেই দল ব্যবস্থা নেবে, খবর সূত্রের। যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিক প্রশাসন, জানানো হয়েছে দলের তরফে, খবর সূত্রের। 

হাড়োয়ায় উপনির্বাচনে জেতার পর তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ। বিজেপি প্রার্থী বিমল দাসের বাগানের গাছ কেটে, জমিতে জল দেওয়ার যন্ত্র ভেঙে দেওয়ার অভিযোগ। রাতের অন্ধকারে বিজেপি প্রার্থীর বাগানে ঢুকে ২০-২৫টি গাছ কেটে, কৃষি সরঞ্জাম ভেঙে দেওয়া হয়ে বলে অভিযোগ। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বিজেপি প্রার্থীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram