Ekhon Kolkata (Seg 1): নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়া, শুরু রাজনৈতিক তরজা । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে রণক্ষেত্র ভাটপাড়া। তৃণমূল-বিজেপি সংঘর্ষ। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহ অনুষ্ঠানস্থলে পৌঁছতেই উত্তেজনা ছড়ায়। তৃণমূলের অভিযোগ, পুরসভার তরফে নেতাজির জন্মবার্ষিকী উপলক্ষ্যে শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠান চলাকালীন নিরাপত্তা রক্ষীদের নিয়ে চড়াও হন বিজেপি সাংসদ। সিআইএসএফ বেশ কয়েকরাউন্ড গুলি চালায়। তৃণমূল কর্মীদেরও মারধরও করা হয় বলে অভিযোগ। পাল্টা সাংসদের দাবি, নেতাজি মূর্তিতে মাল্যদানে তাঁকে বাধা দেন তৃণমূল কর্মীরা। তাঁরাই গন্ডগোল পাকায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের প্রতিক্রিয়া, সাংসদ মাল্যদান করলে আপত্তি কোথায়! নিরাপত্তা জোরদার করা উচিত ছিল। প্রাসঙ্গিক থাকার জন্য বিজেপি সাংসদের নাটক, কটাক্ষ তৃণমূল নেতৃত্বের।
পরিকল্পিত হামলা। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার অধ্যক্ষ ও রাজ্যপালকে জানিয়েছি। বললেন অর্জুন সিংহ। অন্যদিকে নৈহাটির তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের পাল্টা দাবি, শিরোনামে থাকতেই অশান্তি পাকাচ্ছেন অর্জুন সিংহ।