এখন কলকাতা (Seg 1): ইউক্রেনে রুশ হামলায় মৃত কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইউক্রেনে (Ukraine) রুশ হামলায় প্রথম ভারতীয়র মৃত্যু। খারকিভে বোমাবর্ষণে ভারতীয় পড়ুয়ার মৃত্যু। আজ সকালে রুশ বোমা বর্ষণে ভারতীয়র মৃত্যু। জানানো হল বিদেশ মন্ত্রকের তরফে। নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। সূত্র মারফত জানা যাচ্ছে, ইউক্রেনে মৃত ছাত্র কর্ণাটকের বাসিন্দা। ইউক্রেন-রুশ যুদ্ধে নিহত কর্ণাটকের শেখারাপ্পা জ্ঞানগউধর নবীন। ‘নিহত পড়ুয়ার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। রাশিয়া ও ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে যোগাযোগ ভারতের’, অবিলম্বে ভারতীয়দের সুরক্ষিতভাবে ইউক্রেন ছাড়ার ব্যবস্থার দাবি। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে আটকে হাজার হাজার ভারতীয় পড়ুয়া। অসহায় পড়ুয়াদের দেশে ফেরার আকুতি। আজই কিভ ছাড়ার জন্য নতুন অ্যাডভাইসরি জারি ভারতীয় দূতাবাসের।
এদিকে, কাঁকুরগাছিতে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকার হত্যা মামলা। নিম্ন আদালতে চার্জ গঠনের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ। সিবিআইয়ের চার্জ গঠনের ওপর স্থগিতাদেশ হাইকোর্টের (Calcutta High Court)। নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।
পাশাপাশি, কাল ১০৮টি পুরসভার ফল ঘোষণা। জলপাইগুড়ি মাল আদর্শ বিদ্যাভবনে তৈরি হয়েছে স্ট্রং রুম। জলপাইগুড়ি জেলার মোট ৩টি পুরসভার একটির গণনা হবে এইখানে। স্ট্রং রুমের সামনে মোতায়েন পুলিশ।