এখন কলকাতা (Seg 1): রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার, মুম্বই থেকে গ্রেফতার ৪ ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতপন কান্দুর বাড়িতে গেল সিবিআই আধিকারীকের দল। ঝালদায় তপন কান্দু খুনের তদন্তভার গ্রহণ করেছে সিবিআই, হাইকোর্টের নির্দেশেই শুরু হয়েছে ঝালদাকাণ্ডের তদন্ত’। তপন কান্দুর খুনের জায়গা খতিয়ে দেখেন তারা। কথা বলেন পরিবারের সাথেও।
এই বিষয়ে প্রশ্ন করলে পূর্ণিমা কান্দু জানা, যা প্রশ্ন করা হয়েছে তার উত্তর দিয়েছি। তদন্তে সমস্ত রকম সহযোগিতা করছি। সিবিআই তদন্তে আমরা খুশি। আশাকরী সত্য উদঘাটিত হবে। এই বিষয়ে মিঠুন কান্দু জানান, সেই দিনের ঘটনাক্রম সম্পর্কে জানতে চেয়েছেন তদন্তকারীরা।
রামপুরহাটকাণ্ডে সিবিআইয়ের প্রথম গ্রেফতার। রামপুরহাটকাণ্ডে মুম্বই থেকে গ্রেফতার ৪ জন। বাপ্পা শেখ, সাবু শেখ সহ গ্রেফতার ৪। সিবিআই এর এফআইআরে বাপ্পা শেখ, সাবু শেখের নাম রয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মূল অভিযুক্ত লালন শেখের সঙ্গী বাপ্পা শেখ, সাবু শেখ ঘটনার দিন বগটুই গ্রামে তাণ্ডব চালিয়েছিল অভিযোগ গ্রামবাসীদের।
দুর্নীতি বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। নবম-দশম শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ। সিবিআই তদন্তের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। নতুন এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ সিবিআইকে। আজই এফআইআর দায়ের করে কালকের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশের নির্দেশ। একজন চাকরিপ্রার্থী যার মেধা তালিকায় অবস্থান ১২১ তিনি চাকরি পাচ্ছেন না, অথচ যার মেধা তালিকায় অবস্থান ১৬৮ তিনি চাকরি পাচ্ছেন। এই পাহাড় প্রমাণ দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। মামলাকারীদের এর শেষ দেখে ছাড়বেন বলে মন্তব্য করেছেন তিনি।