এখন কলকাতা (Seg 1): সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি ।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৭ ঘণ্টা পার, এখনও সিবিআই দফতরে পার্থ চট্টোপাধ্যায়। ম্যারাথন জিজ্ঞাসাবাদের পরে পার্থকে নিয়ে যাওয়া হল এসপির কাছে।
SSC দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এখনই হচ্ছে না পার্থ চট্টোপাধ্যায়ের আবেদনের শুনানি। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সবোর্চ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু তাঁর আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দ্রুত শুনানির সম্ভাবনা কম। আবেদনে বেশ কিছু ত্রুটি মিলেছে। আবেদন ত্রুটিমুক্ত করতে বলা হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবীরা সংশোধিত আবেদন জমা দিলে সুপ্রিম কোর্টের গ্রীষ্মের অবকাশকালীন বেঞ্চে শুনানির সম্ভাবনা।
২৬ জুন শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন: কমিশন সূত্র। জিটিএ ভোটের দিনই শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। ২৬ জুনই পুরুলিয়ার ঝালদা, পানিহাটির ১টি ওয়ার্ডে উপনির্বাচন। ২৬ জুন ঝালদায় মৃত কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর ওয়ার্ডে ভোট । ২৬ জুন পানিহাটিতে মৃত তৃণমূল কাউন্সিলর অনুপম দত্তের ওয়ার্ডে ভোট। একইদিনে ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ড, চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট। ভোটের আগে অসুস্থ হয়ে মৃত্যু হয় ভাটপাড়ার ৩ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থীর। ২৬ জুনই দমদমের ৪ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদমের ২৯ নম্বর ওয়ার্ডে ভোট। ভোট নিয়ে স্বরাষ্ট্রসচিবের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনারের বৈঠক। ভোটের আগেই চন্দননগরে অসুস্থ হয়ে বিজেপির প্রার্থীর মৃত্যু হয়। ২৬ জুন জিটিএ ভোটের দিনই চন্দননগরের ১৭ নম্বর ওয়ার্ডে ভোট।