এখন কলকাতা (Seg 1): দল থেকে সাময়িক বরখাস্ত হয়ে বঙ্গ বিজেপিকে তোপ দাগলেন জয়প্রকাশ-রীতেশ | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদল থেকে সাময়িক বরখাস্ত হয়ে বঙ্গ বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন জয়প্রকাশ মজুমদার (Joyprakash Majumdar) এবং রীতেশ তিওয়ারির (Ritesh Tiwari)। তিনি বলেন, " আসলে তদন্তের বিচারের আগে শাস্তি হয়ে গিয়েছে। মিডিয়ার কাছ থেকে জানলাম আমাকে নোটিস দেওয়া হচ্ছে। আমি পাইনি। স্পিড পোস্টে আজ সকাল ১১টায় আমি শৃঙ্খলা ভঙ্গের চিঠি পাই। কোন শৃঙ্খলা ভঙ্গ কমিটির বৈঠক ডেকে এটা করেছেন বলতে হবে সুকান্ত মজুমদারকে (Sukanta Majumdar)। কবে এই বৈঠক করেছেন, কারা এই বৈঠক করেছেন বলতে হবে।"
"আমাকে যখন সংবাদমাধ্যম থেকে যোগাযোগ করা হয়, আমি বলি যে আমাদের ওপরের দলের তৎকালীন নেতারা যারা মধু ভোগ করার জন্য দলে এসেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে যারা নিজের স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন, বাড়ির কাছাকাছি স্কুলে চাকরি করিয়ে দিতে পেরেছিলেন তারাই এই চক্রান্তটি শুরু করেছেন ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল বের হওয়ার পর থেকে। এর কারণ আমরা সকলে দেখেছি। যা কিছু ঘটেছে এর জন্য কেন্দ্রীয় নেতারা অনেকাংশে দায়ী। কিন্তু দেখা যাবে, বিধানসভায় দল যে যে ভুলগুলি করেছিল এখনও ক্রমাগতভাবে সেই ভুলগুলিই করে চলেছে", গতকাল বরখাস্ত হওয়ার পর আজ বিস্ফোরক বিজেপি নেতা রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)।
এদিকে, কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের ইডির (ED) নোটিস। কয়লাকাণ্ডে দিল্লির সদর দফতরে আইনমন্ত্রীকে তলব। ২ ফেব্রুয়ারি দিল্লিতে মলয় ঘটককে (Malay Ghatak) হাজিরার নোটিস। ‘জিজ্ঞাসাবাদে পাওয়া বয়ানের সঙ্গে অন্যদের বয়ানে অসঙ্গতি’, তাই ফের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব, খবর ইডি সূত্রে।
৭ মার্চ বালিগঞ্জ-আসানসোলে ভোট করাতে চায় নির্বাচন কমিশন। সরস্বতী পুজোর পরেই ২টি কেন্দ্রে উপনির্বাচনের বিজ্ঞপ্তির সম্ভাবনা। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) মৃত্যুর পরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। বাবুল সুপ্রিয়র (Babul Supriyo) ইস্তফার পরে আসানসোল লোকসভা কেন্দ্রে উপনির্বাচন। উত্তরপ্রদেশে শেষ দফার ভোটের সঙ্গেই বাংলায় জোড়া উপনির্বাচনের সম্ভাবনা।