Bangladesh News : সংখ্যালঘুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এপার বাংলায় পথে নামলেন ইস্কনের সন্ন্যাসীরা
ABP Ananda Live: এখনও অশান্ত বাংলাদেশ, প্রতিবাদে এপার বাংলায় বিক্ষোভ। ফের পথে নামলেন ইসকনের সন্ন্যাসীরা। ডেপুটি হাই কমিশনে আইএসএফের ডেপুটেশন। সারা বিশ্বে সমালোচনা যতই জোরদার হচ্ছে, ততই বাংলাদেশ যাচ্ছে ইসকনের বিরুদ্ধে। সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে জেলবন্দি করার কড়া সমালোচনা করেছে ভারত থেকে ব্রিটেন। সর্বত্রই ইউনূস সরকারের এই পদক্ষেপের তীব্র নিন্দা করা হচ্ছে । এরই মধ্যে আরও এক ধাপ এগিয়ে আরও কড়া পদক্ষেপ নিল বাংলাদেশ। ইসকনের সঙ্গে যুক্ত বহু হিন্দুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হল। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, চিন্ময় কৃষ্ণ দাসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছে। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট মোট ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেন বন্ধ করেছে সেন্ট্রাল ব্যাঙ্কের নির্দেশে । আগামী ১ মাসের জন্য ফ্রিজ করা হল তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই সময়ে সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে সম্পর্কিত ১৭ জন ব্যক্তি নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনও লেনদেন করতে পারবেন না। আইএসএফের ডেপুটেশন।