এখন কলকাতা (Seg 1): '৫ এপ্রিলের পরে ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না', জানালেন মুখ্যমন্ত্রী | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৫ এপ্রিলের পরে ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চ মাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না, দিন বদলে কবে কোন পরীক্ষা, নতুন দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানান,"২ এপ্রিল প্রথম ভাষার পরীক্ষা, ৪ এপ্রিল দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ এপ্রিল ভোকেশনাল বিষয়ের পরীক্ষা, তারপরে ১৬ এপ্রিল পরীক্ষা। ৫ এপ্রিলের পরে ১৫ এপ্রিল পর্যন্ত কোনও পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল শনিবারও উচ্চমাধ্যমিকের (Higher Secondary) পরীক্ষা হবে। ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের কোনও পরীক্ষা হবে না। জয়েন্টের জন্য ২১ এপ্রিল উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ২৪, ২৫ এপ্রিল জেইই-মেনের জন্য উচ্চমাধ্যমিকের পরীক্ষা হবে না। ১৬ এপ্রিল অঙ্ক, ২৬ এপ্রিল কেমিস্ট্রি, ২৭ বায়োলজিক্যাল সায়েন্সের পরীক্ষা। ১৮ এপ্রিল অর্থনীতির পরীক্ষা, ১৯ এপ্রিল কম্পিউটার সায়েন্সের পরীক্ষা। ২০ এপ্রিল কমার্শিয়াল ল’-এর পরীক্ষা, ২২ এপ্রিল ফিজিক্সের পরীক্ষা। ২৩ এপ্রিল স্ট্যাটিস্টিক্সের পরীক্ষা। ৩০ এপ্রিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স হবে। ২ এপ্রিল শুরু উচ্চমাধ্যমিক, ২৭ এপ্রিল শেষ পরীক্ষা।"
এদিকে, সিপিএমের (CPM) নতুন রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন সূর্যকান্ত, বিমান, রবীন। সিপিএমের নতুন রাজ্য কমিটিতে সুশান্ত ঘোষ, শতরূপ ঘোষ। সিপিএমের নতুন রাজ্য কমিটিতে মীনাক্ষী মুখোপাধ্যায়। সিপিএমের নতুন রাজ্য কমিটিতে মধুজা সেন রায়, গার্গী চট্টোপাধ্যায়। নতুন রাজ্য কমিটিতে অনাদি সাউ, দেবলীনা হেমব্রম, কনীনিকা ঘোষ। একটি আসন ফাঁকা রেখে সিপিএমের রাজ্য কমিটিতে ৭৯ সদস্য। বামফ্রন্ট চেয়ারম্যানের পদ ছাড়ছেন বিমান বসু।
নতুন রাজ্য সম্পাদক নির্বাচিত হয়ে মহম্মদ সেলিম (Md. Salim) বলেন, "নিজেরা না মেনে, প্রতি ১৫দিন অন্তর করোনার নতুন বিধিনিষেধ। করোনার বিরুদ্ধে লড়াইয়ের বদলে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। দুই সরকারের জন্য করোনায় মানুষের ভোগান্তি হয়েছে। করোনা পরিস্থিতিতে রেড ভলান্টিয়ার্স লড়াই চালিয়ে গিয়েছে। রেড ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়া, রাজনৈতিকভাবে সচেতন করার কাজ চলবে। বিজেপি থেকে তৃণমূলে গিয়েছে বলে আসানসোলে ভোট। এত ভোট পাওয়ার পরেও ঝালদায় কংগ্রেস কাউন্সিলরকে খুন করা হয়েছে। বাংলায় এই জল্লাদরাজ থেকে মুক্তি চাই। কোন দুর্নীতির প্রশ্নে কে শাস্তি পেয়েছে? যারা ভেবেছিল বিজেপি ব্যবস্থা করবে, এপাস থেকে ওপাস চলছে। মধ্যপ্রদেশে ব্যাপমে যেভাবে সাক্ষী খুন হয়েছে, বাংলায় একই কায়দা চালাচ্ছে তৃণমূল।"
কলকাতা মেডিক্যাল কলেজের (Calcutta Medical College and Hospital) অস্থায়ী সাফাই কর্মীদের একাংশের বিক্ষোভ। ৬ থেকে ৭ মাস মাইনে না দেওয়ার অভিযোগ নিয়োগকারী ঠিকাদারদের বিরুদ্ধে।