Mamata Banerje:উৎসবকে কেন্দ্র করে ব্যবসা বৃদ্ধি হয়।দেখতে ছোট হলেও,একটা দোকানদারের আয় কিন্তু বড়:মমতা

Continues below advertisement

ABP Ananda LIVE : মমতা জানান, গ্রামের দিকেও মেলা হয়। পৌষমেলা, পিঠেপুলি মেলা, স্বনির্ভর গোষ্ঠীর নানা মেলা, কৃষিমেলা রয়েছে। এই সমস্ত মেলা থেকেও প্রচুর মানুষের উপার্জন হয় বলে জানান তিনি। মমতা জানান, বড়দিন থেকে জানুয়ারি মাসটা পুরো নানারকম মেলা হয়। প্রচুর মানুষ কেনাকাটা করেন। গ্রামীণ হস্তশিল্প, অন্যান্য সামগ্রীর বিক্রিবাটা হয়। মমতা বলেন, "উৎসবকে কেন্দ্র  করে আমাদের ব্যবসা বৃদ্ধি হয়। দেখতে ছোট হলেও, একটা দোকানদারের আয় কিন্তু বড়। দেশের অর্থনীতির স্তম্ভ দোকানদাররা। খুচরো বাজার আছে, পাড়ায় পাড়ায় মিষ্টির দোকান, মুদির দোকান আছে।"

রাজ্যের মন্ত্রিসভা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান মমতা। তিনি জানান, ২৫ ডিসেম্বর আলিপুর চিড়িয়াখানায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। চিড়িয়াখানার বিপরীতে একটা অব্যবহৃত জায়গা রয়েছে। একটি পুরনো অ্যাকোরিয়াম এবং পশু চিকিৎসার জায়গা ছিল। সেখানে একটি বড় বাজার তৈরি করা হবে বলে জানিয়েছেন মমতা। পশু হাসপাতালটা চিড়িয়াখানা দেখে নেবে। অ্যাকোরিয়াম থাকবে বলে জানিয়েছেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram