Ekhon Kolkata (Seg-1): স্কুল ছুটির মেয়াদ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appস্কুল ছুটির (School Summer Vacation) মেয়াদ নিয়ে এবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) দায়ের হল জনস্বার্থ মামলা (PIL)। মামলা দায়ের করেছে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি। আদালতের কাছে যে পিটিশন দাখিল করা হয়েছে, সেখানে তাদের বক্তব্য, করোনার কারণে গত ২ বছর স্কুল বন্ধ থাকায় এমনিতেই পড়াশোনার ক্ষতি হয়েছে। এবার পশ্চিমবঙ্গ সরকার (west bengal government) গরমের ছুটি বাড়িয়ে ৪৫ দিন করছে, তাতে পড়ুয়াদের পড়াশোনায় আরও ক্ষতি হবে বলেই আশঙ্কা তাদের। পাশাপাশি তুলে ধরা হয়েছে ওড়িশা (odisha) সরকারের পদক্ষেপ ও আবহাওয়া দফতরের পূর্বাভাসের কথাও। আগামী ৫ মে মামলার শুনানি।
আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে। বৃষ্টির পূর্বাভাসে জানাল আলিপুর আবহাওয়া দফতর। দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকলেও বিকেলের পর কমবে তাপমাত্রা। উত্তরবঙ্গেও বৃষ্টি চলছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, গতকাল রাতের বৃষ্টির পর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গেও বৃষ্টি আপাতত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।