Chokh Bhanga Chhota : 'অর্জুন সিংহ সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন', বিস্ফোরক অভিযোগ পার্থর

Continues below advertisement

ABP Ananda Live : কসবাকাণ্ডে বিহার-যোগে তোলপাড়ের মধ্যেই বিস্ফোরক অভিযোগ করলেন পার্থ ভৌমিক। অর্জুন সিংহ-র বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ব্যারাকপুরের তৃণমূল সাংসদ। তাঁর অভিযোগ, অর্জুন সিংহ সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন। 

পার্থ বলেন, 'কাল নিজে পুলিশ কমিশনারকে জানিয়েছি। আমার কাছে খবর আছে যে, সোমনাথ শ্যামকে খুন করার জন্য বিহার থেকে একটা বড় গ্রুপ হায়ার করা হয়েছে। সোমনাথ শ্যামকে যাতে খুন করা যায়। সোমনাথ শ্যামকে বলেছি, একটা ১৬৪ করে রাখতে। পুলিশ কমিশনারকেও কাল আমি জানিয়েছি। যদি সোমনাথ শ্যাম মারা যায় আমি প্রকাশ্য ভাষায় বলছি, এর পিছনে অর্জুন সিংহ দায়ী থাকবেন। অর্জুন সিংহ সোমনাথ শ্যামকে খুন করতে চাইছেন। বাইরে থেকে কোনো গ্যাং ভাড়া করছে। অর্জুন সিংহ সোমনাথ শ্যামের কাছে পরাজিত হয়েছেন বলে সেই আক্রোশে এটা করতে পারেন। আমাদের কাছে খবর আছে গ্যাং হায়ার করা হচ্ছে।'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram