Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ekhon Kolkata (Seg-1):বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায়, আমরা পাই না: মমতা বন্দ্যোপাধ্যায়।Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকেন্দ্র পেট্রোলে ৮ টাকা এক্সাইজ ডিউটি কমিয়েছে, ডিজেলে ৬ টাকা। রাজ্যে পেট্রোলে ২ টাকা ৮০ পয়সা ছাড়, ডিজেলে ২ টাকা ৩ পয়সা ছাড়। কেন্দ্র আমাদের পাওনা টাকাও দেয় না। কেরলে পেট্রোলে ২ টাকা ৪১ পয়সা ছাড়, মহারাষ্ট্র ২ টাকা ৮ পয়সা ছাড়। রাজস্থান পেট্রোলে ২ টাকা ৪৮ পয়সা ছাড়, সেখানে বাংলায় ২ টাকা ৮০ পয়সা ছাড়। বিজেপি শাসিত রাজ্য যে টাকা পায়, আমরা সেই টাকাও পাই না। মন্তব্য মুখ্যমন্ত্রীর।
কোন কেন্দ্রীয় এজেন্সি সরকার চালায় তা আমাদের জানা নেই। তবে আমার এও জানা নেই যে এর আগে আর কবে এরম ধারাবাহিক ভাবে হাইকোর্ট সমস্ত মামলার তদন্তভার কোনও সংস্থাকে দিচ্ছে। রাজ্যপুলিশের ওপর জনগণের কোনও আস্থা নেই, মুখ্যমন্ত্রীও তার ক্ষোভ প্রকাশ করেছেন পুলিশের ওপর। ফলে কোর্টের নজরদারিতে যদি কোনো তদন্ত হয়ে তার জন্য কেন্দ্র দায়ি নয়। মুখ্যমন্ত্রীর এজেন্সির বিষয়ে মন্তব্য প্রসঙ্গে বললেন শমীক ভট্টাচার্য।
সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টা পেট্রোল-ডিজেল না কেনার হুঁশিয়ারি, ক্ষতির মুখে পড়ায় ডিপো থেকে তেল না কেনার হুঁশিয়ারি পাম্প মালিকদের।