Militant News: শাহিনুর ইসলামেরও বাংলা-যোগ? উদ্ধার ৪ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে ধৃত JMB জঙ্গির লেখা বই

Continues below advertisement

ABP Ananda Live:  অসমে ধৃত ABT জঙ্গি শাহিনুর ইসলামেরও বাংলা-যোগ? উদ্ধার ৪ বছর আগে পশ্চিমবঙ্গ থেকে ধৃত JMB জঙ্গি নাজিবুল্লা হাক্কানির লেখা বই। মাদ্রাসার আড়ালে চলত মগজধোলাই? 

 

চম্পাহাটিতে বাজি কারখানায় ফের বিস্ফোরণ। ঘটনায় তিনজন আহত হয়েছেন। বাজি কারখানায় বিস্ফোরণের জেরে ঝলসে গেলেন মহিলা-সহ তিন জন ! চম্পাহাটির হাঁড়ালে ঘটনাটি ঘটে। বিস্ফোরণে গুরুতর আহতদের নাম- পিন্টু মণ্ডল, শঙ্করী সর্দার ও ভক্তি সর্দার। আশঙ্কাজনক অবস্থায় আহতদের আনা হল বাঙুর হাসপাতালে।

এক বাজি ব্যবসায়ী বলেন, 'এবছর কালীপুজোয় বাজার খুব খারাপ ছিল। অনেকের বাজি বিক্রি হয়নি। ওঁর বাজিও বিক্রি হয়নি। ওঁর কিছু মাল ছিল। সেগুলো ঘরে রাখা ছিল। ওঁর বউ রান্না করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আগুন ছিটকে যে ঘরে মালপত্র ছিল সেখানে চলে যায়। তাতে আগুন লেগে যায়। বাড়িটা পিন্টু মণ্ডলের।'

কখনও এগরা, কখনও বজবজ কিংবা মহেশতলা, কখনও আবার দত্তপুকুর। গত কয়েক বছরে রাজ্য়ের নানা প্রান্তে বেআইনিভাবে বাজি মজুত করায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর কবে বাজি কারখানার ক্লাস্টার তৈরি হবে ? কবে বন্ধ হবে, ঘরে ঘরে অবৈধ বাজি তৈরির কাজ ? উঠছে প্রশ্ন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram