Ekhon Kolkata (Seg-2) : 'নিকৃষ্টমানের লোক', কুণালকে তীব্র আক্রমণ শুভেন্দুর
ABP Ananda
Updated at:
01 Nov 2022 09:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appহলদিয়ায় কুণাল ঘোষের সঙ্গে কথা ২ বিজেপি নেতার। কুণাল ঘোষের সঙ্গে বৈঠক বিজেপি নেতা বটকৃষ্ণ দাস ও জয়দেব দাসের। আগেই দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন বটকৃষ্ণ দাস ও জয়দেব দাস। শুভেন্দু মোকাবিলায় তৃণমূলের তাস এবার কুণাল। শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের দায়িত্ব কুণাল ঘোষকে। পঞ্চায়েত ও হলদিয়া পুরভোটের আগে কুণালকে দায়িত্ব শীর্ষ নেতৃত্বের। আজই কুণালকে হলদিয়া থেকে কাজ শুরুর নির্দেশ, খবর সূত্রের। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাবেন কুণাল। জেলা ও ব্লক নেতৃত্বের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে কুণাল।