এখন কলকাতা (Seg 2): বিদেশ থেকে ভারতে এলেই ৭ দিনের নিভৃতবাস বাধ্যতামূলক, নয়া নির্দেশিকা কেন্দ্রের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিদেশ থেকে ভারতে এলেই ৭দিনের হোম কোয়ারেন্টিন। ১১ জানুয়ারি থেকে বিদেশ ফেরতদের জন্য নির্দেশ কেন্দ্রের। বিদেশ থেকে এলেই যাত্রীদের করতে হবে করোনার (Corona) পরীক্ষা। করোনার টেস্টে জন্য এয়ার সুবিধা পোর্টালে করা যাবে বুকিং।
প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালকে আক্রমণে মুখ্যমন্ত্রী। আইএএস-আইপিএস নিয়োগে গাইডলাইনই জানেন না বলে খোঁচা। ‘বাইরে থেকেও নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন রাজ্যপাল’। ‘জানেনই না প্রধানমন্ত্রীর (PM Modi) পরামর্শে আইএএস-আইপিএস নিয়োগ। ‘আমরা চেষ্টা করছি, কিন্তু রাজ্যপাল প্রশ্ন করছেন। প্রধানমন্ত্রীর সামনেই রাজ্যপালকে আক্রমণে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। ‘স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মিথ্যে তথ্য দিচ্ছেন মুখ্যমন্ত্রী’। মুখ্যমন্ত্রীর আক্রমণের জবাবে পাল্টা ট্যুইট রাজ্যপালের (Jagdeep Dhankar)।
নেতাই যাওয়ার পথে শুভেন্দু অধিকারীকে বাধা পুলিশের। প্রায় ২৫ মিনিট পুলিশের সঙ্গে শুভেন্দুর বাগবিতণ্ডা। 'হাইকোর্টের আদেশ নিয়েই এখানে এসেছিলাম, পুলিশ বাধা দিয়েছে। একাই নেতাইয়ে ঢুকতে চেয়েছিলাম, পুলিশ অনুমতি দেয়নি', দাবি শুভেন্দুর (Suvendu Adhikari)। পরে হেঁটেই ভীমপুরে যান শুভেন্দু অধিকারী। সেখানেই অস্থায়ী শহিদ বেদী তৈরি করে মাল্যদান করেন শুভেন্দু।
অন্যদিকে, রাজ্যের বাইরে বিশ্বভারতীর (Viswa Bharati University) দ্বিতীয় ক্যাম্পাস। উত্তরাখণ্ডের (Uttarakhand) রামগড়ে হচ্ছে বিশ্বভারতীর দ্বিতীয় ক্যাম্পাস। ৪৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত উত্তরাখণ্ড সরকারের। জমি দানের অনুমোদন উত্তরাখণ্ড মন্ত্রিসভার। জুলাই থেকেই পঠন পাঠন শুরু, জানালেন বিশ্বভারতীর উপাচার্য। কেন্দ্রের কাছে ১৫০ কোটি টাকা অনুদান চাইল বিশ্বভারতী।