এখন কলকাতা (Seg 2): প্রেসিডেন্সির হস্টেল ইস্যুতে উপাচার্যকে ফোন করলেন শিক্ষামন্ত্রী | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'কেন এতদিন ধরে বন্ধ হস্টেল? অবিলম্বে খোলা হোক', প্রেসিডেন্সির (Presidency University) উপাচার্যকে ফোন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu), জানা যাচ্ছে সূত্র মারফত। 'হস্টেল খুলতে চায় বিশ্ববিদ্যালয়ও, কেউ দায়িত্ব নিতে চাইছে না', শিক্ষামন্ত্রীকে জানালেন প্রেসিডেন্সির উপাচার্য।
বসন্ত উৎসবকে কেন্দ্র করে হুগলির (Hooghly) শ্রীরামপুরে তুলকালাম। শ্রীরামপুর স্টেশনের কাছে কলেজের ছাত্রছাত্রীদের বসন্ত উৎসব ঘিরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, এলাকায় তাণ্ডব। ছাত্রদের একাংশের বিরুদ্ধে মারধর, দোকান ভাঙচুরের অভিযোগ। প্রতিবাদে পুলিশকে ঘিরে ব্যবসায়ীদের বিক্ষোভ, অবরোধ। বহিরাগত তাণ্ডবের পাল্টা অভিযোগ ছাত্রদের। সিসিটিভি ফুটেজ দেখে তদন্তে শ্রীরামপুর থানার পুলিশ।
ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) চালুর আগে শিয়ালদা স্টেশনে (Sealdah Station) চলছে চূড়ান্ত পরীক্ষা। এদিন শিয়ালদা স্টেশন ও সংলগ্ন ট্র্যাক পরীক্ষা করে দেখেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। পরীক্ষায় পাস করলে একমাসের মধ্যে চালু হবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা স্টেশন।
আসানসোলের (Asansol) কাছে চলন্ত ট্রেন থেকে চম্পট অভিযুক্ত। বিহারের বাঁকা থেকে অভিযুক্তকে আনছিল পুলিশ। হাওড়া আনার সময় আসানসোল ও দুর্গাপুরের মাঝে চম্পট। পলাতক চুরির মামলায় অভিযুক্ত।