Christmas News: মেয়র থেকে কাউন্সিলর, নিজের নিজের এলাকায় বড়দিন উদযাপনে রাজনৈতিক ব্যক্তিত্বরা | ABP Ananda LIVE
ABP ANANDA LIVE: মেয়র থেকে কাউন্সিলর। নিজের নিজের এলাকায় বড়দিন উদযাপনে রাজনৈতিক ব্যক্তিত্বরা। সময় কাটালেন একটু অন্য ভাবে। চেতলা অগ্রণী ক্লাবে সকলকে সঙ্গে নিয়ে বড়দিন উদযাপন করলেন ফিরহাদ হাকিম। পাটুলি উৎসবের আয়োজন করলেন কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত।
আরও খবর...
এপার বাংলায় ঘাঁটি গাড়ছে বাংলাদেশের জঙ্গিরা। জঙ্গি অনুপ্রবেশ নিয়ে ফের কেন্দ্রীয় সরকারকেই দায়ী করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সঠিক দায়িত্ব পালন করুক স্বরাষ্ট্র মন্ত্রক। সীমান্ত রক্ষার দায়িত্ব BSF-এর। রাজনীতি করার জন্য সীমান্ত খুলে দিয়ে বাংলাকে দোষারোপ নয়। শুধু জঙ্গি কেন, কোনও অনুপ্রবেশ যেন না হয়, কেন্দ্রকে নিশানা করে মন্তব্য করেন ফিরহাদ হাকিম।
ভারত-বাংলাদেশ সীমান্ত ঘেঁষা তুফানগঞ্জে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। কোচবিহারের তুফানগঞ্জের মাদক কারবারির বাড়িতে পুলিশের হানা। উদ্ধার প্রচুর ইয়াবা ট্যাবলেট ও নগদ ৬ লক্ষ টাকা। মাদক কারবারি হামিদুল হক-সহ বাড়ির সদস্যরা পলাতক।