Ekhon Kolkata(Seg-2): আরও আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি! উদ্বেগ বাড়ল মধ্যবিত্তের| Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে আকাশছোঁয়া মুদ্রাস্ফীতি। এপ্রিলে উপভোক্তা মূল্য সূচক বেড়ে হল ৭.৭৯ শতাংশ। মার্চে উপভোক্তা মূল্য সূচক ছিল ৬.৯৫ শতাংশ। গতবছরের এপ্রিলে উপভোক্তা মূল্য সূচক ছিল ৪.২১ শতাংশ।
রাজ্যের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। ৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ। আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ।অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
‘১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। টাকা এখান থেকে তুলে নিয়ে ভাগ বসায় কেন্দ্র। সমস্যার কে সমাধান করবে?'প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
জলপাইগুড়িতে টান্সফর্মারে আগুন, ২৫টি বাড়িতে শর্টসার্কিট। শর্ট সার্কিটের জেরে বিদ্যুৎহীন গোটা গ্রাম, নষ্ট বৈদ্যুতিন সামগ্রী। বুধবার থেকে বিদ্যুৎহীন জলপাইগুড়ির ফুলবাড়ির পাচকেল গ্রাম। কলা গাছের উপরে সেন্ট্রাল পাওয়ার গ্রিডের তার পড়ে বিপত্তি। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ নিগমের তারও, দাবি ডব্লুবিএসইডিসিএলের।