এখন কলকাতা (Seg 2): সিএএ নিয়ে সৌগত রায়ের তোপের মুখে বিজেপি, কটাক্ষ শান্তনু ঠাকুরকেও | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজ্য-রাজনীতির হালহকিকত নিয়ে কী বলছে আবোল-তাবোলের চরিত্ররা। দেখুন আবোল-তাবোল।
এদিকে, প্রচারক নয়, প্রতারকদের মতো আচরণ করছেন। নাম না করে অমিতাভ চক্রবর্তীকে (Amitabh Chakraborty) আক্রমণ করলেন সাময়িক বরখাস্ত হওয়া বিজেপি নেতা রীতেশ তিওয়ারি (Ritesh Tiwari)। তাঁর অভিযোগ, একগুঁয়ে মনোভাব নিয়ে চলছেন রাজ্য বিজেপির সাংগঠনিক সাধারণ সম্পাদক। বিষয়টি নিয়ে মন্তব্যে নারাজ রাজ্য বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।
দলের অন্দরে ক্ষোভ, দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বকে নালিশ জানাবেন শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। বাজেট অধিবেশনে (Budget Session) যোগ দিতে আজই দিল্লি গেলেন শান্তনু। গতকালই সায়মিক বরখাস্ত ২ নেতার সঙ্গে বৈঠক করেন শান্তনু। ‘৩০ বছর পার্টি করার পর বরখাস্ত করা হয়েছে, এরা কোথায় যাবে? সিএএ (CAA) কার্যকর করার মতুয়াদের দাবি নিয়ে কথা হবে’, দিল্লি যাওয়ার আগে বললেন বিজেপি (BJP) সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।
সিএএ তো কিছুই হয়নি। মতুয়াদের ঠকিয়েছে বিজেপি। সিএএ (CAA) নিয়ে মতুয়াদের (Matua) বঞ্চিত করা হয়েছে। শান্তনু ঠাকুর (Shantanu Thakur) অস্বস্তিতে পড়ছেন। তাই এই ধরনের কথা বলছেন, পাল্টা কটাক্ষ সৌগত রায়ের।