Ekhon Kolkata (Seg-2) : আগামী মাসেই জোকা-তারাতলা সাড়ে ৬ কিলোমিটার রুটে হবে মেট্রোর ড্রাই রান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2022 07:52 PM (IST)
উপনির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ, জানাল রাজ্য নির্বাচন কমিশন। রাজ্য নির্বাচন কমিশনে আজ ৫-৬টি অভিযোগ এসেছে। অভিযোগ আসার সঙ্গে সঙ্গে তার নিষ্পত্তি করা হয়েছে। জানাল রাজ্য নির্বাচন কমিশন।
আগামী মাসেই জোকা থেকে তারাতলা পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রুটে হবে মেট্রোর ড্রাই রান। সেখানে ব্যবহার করা হবে অবসর নেওয়া ২টি নন এসি রেক। ড্রাই রানে দেখা হবে মেট্রো ট্র্যাক্টের অবস্থা। সব ঠিক থাকলে চলতি বছরেই এই রুটে চালু করা যাবে পরিষেবা, আশ্বাস মেট্রো কর্তৃপক্ষের।