Ekhon Kolkata (Seg 2): ‘বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি সহ্য করা হবে না’, বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি মমতার। Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমোদি বিরোধী মুখ্যমন্ত্রীদের চিঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর আঘাত হানছে বিজেপি। ইডি, সিবিআই, ভিজিল্যান্স, আয়কর বিভাগকে দিয়ে নিশানা করানো হচ্ছে। প্রতিহিংসার জন্য রাজনৈতিক প্রতিপক্ষদের হেনস্থাও করা হচ্ছে, চিঠিতে লিখেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর আরও অভিযোগ, সংসদে জোর করে পাশ করানো হচ্ছে দিল্লি স্পেশাল পুলিশ ও সিভিসি সংশোধনী। যার ফলে ইডি, সিবিআই নির্দেশকদের মেয়াদ ৫ বছর পর্যন্ত বাড়ানো যাবে। গোটা বিষয়টি সুপ্রিম কোর্টের আগের রায়ের সম্পূর্ণ পরিপন্থী, চিঠিতে উল্লেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্রীয় সংস্থাদের দিয়ে বিরোধী নেতাদের উপর চাপ তৈরির চেষ্টা রুখতে হবে। বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতি সহ্য করা হবে না। চিঠিতে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। দেশের প্রগতিশীল সব শক্তিকে একজোট হয়ে নিজেদের সুবিধা মতো এক জায়গায় জড়ো হয়ে আলোচনায় বসতে হবে। একজোট বিরোধী ঐক্যের জন্য কাজ করতে চিঠিতে আহ্বান মমতা বন্দ্যোপাধ্যায়ের।