Ekhon Kolkata (Seg 2): একটাই লক্ষ্য ১০টি রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করা: অভিষেক । Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতৃণমূলের উত্তরাধিকার বিতর্কে এবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 'যাঁরা এমন বলছেন, এটা তাঁদের ব্যক্তিগত মত, তাকে সম্মান করি। তৃণমূলে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চ নেত্রী। দল আমাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে। বাংলায় তৃণমূলকে শক্তিশালী করাই আমার কাজ। একটাই লক্ষ্য ১০টি রাজ্যে তৃণমূলকে প্রতিষ্ঠা করা।', প্রতিক্রিয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
জট কাটিয়ে বিধানসভায় শপথগ্রহণ করেন বাবুল সুপ্রিয়র। রাজ্যপালের শর্তেই শপথ গ্রহণ বাবুল সুপ্রিয়র।
'ডেপুটি স্পিকার তিনি শপথবাক্য পাঠ করিয়েছেন। তার যদি মনে হয় যে স্পিকার থাকতে তার করানোটা খুব পছন্দসই নয়, তাহলে এটা ওনার মনে হওয়াটা সঙ্গত। রাজ্যপাল কেন এমন একটা অবস্থান দিচ্ছেন সেটা রাজ্যপালই বলতে পারবেন। রাজ্যপাল যেটা করচেন সেটা স্বাভাবিক নয়।', প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর।