এখন কলকাতা (Seg 2): 'বাংলার রাজনীতিকরা কি অযোগ্য? কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি', কেন্দ্রকে তোপ বাবুলের | Bangla News
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo) বলেন, "মন্ত্রিত্ব থেকে অন্যায়ভাবে বাদ দেওয়ায় বিজেপি ছেড়েছি। আমার মতো শত্রুঘ্ন সিন্হাকেও (Shatrughan Sinha) বাদ দেওয়া হয়েছিল। বাংলার রাজনীতিকরা কি অযোগ্য? কাউকে পূর্ণমন্ত্রী করা হয়নি। একটা সময় পর্যন্ত দিলীপ ঘোষ মিথ্যে কথা বলছিলেন।" তিনি যোগ করেন, "খড়গপুরে মানুষের সমর্থনে এক কিমি হাঁটলে ওনার সম্বন্ধে বলব। শত্রুঘ্ন সিন্হার সঙ্গে গতকাল রাতে আমার ১৫ মিনিট কথা হয়েছে। উপনির্বাচনে তৃণমূল আবার জিততে চলছে জেনেই গুরুত্ব দিচ্ছে বিজেপি।"
পথ দুর্ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র আলিপুরদুয়ার (Alipurduar)। টোটোয় ধাক্কা বালি ভর্তি ট্রাকের। প্রতিবাদে স্থানীয়দের অবরোধ, বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধ্বস্তাধস্তিও হয়। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
রাতে মা উড়ালপুলে (Maa Flyover) ফের দুর্ঘটনা। তিনটি গাড়ি পরপর একে অপরকে ধাক্কা। দুটি গাড়ির চালক আহত। পরে ঘটনাস্থলে আসে প্রগতি ময়দান থানার পুলিশ। তিনটি গাড়িরই গতিবেগ বেশি ছিল বলে পুলিশ সূত্রে খবর। উড়ালপুল ফাঁকা থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গেছে।