Kolkata Fire: গভীর রাতে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে গুদামে আগুন, ভস্মীভূত বেশ কয়েকটি দোকানও | ABP Ananda LIVE
ABP Ananda LIVE : গভীর রাতে বড়বাজারের নন্দরাম মার্কেটের কাছে গুদামে আগুন। ভস্মীভূত বেশ কয়েকটি দোকানও। দমকলের সাতটি ইঞ্জিনের প্রায় দু'ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। রাত সাড়ে বারোটা নাগাদ পন্ডিত পুরুষোত্তম রায় স্ট্রিটে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। দোতলার গোডাউন থেকে আগুন ছড়িয়ে পড়ে নিচের দোকানগুলিতে। দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।
আরও খবর...
কলেজ থেকে ঢিল ছোড়া দূরত্বে বসানো হয়েছে প্রিন্টার ও ফটোকপি যন্ত্র। ফার্মাসি প্রথম বর্ষের পরীক্ষার প্রশ্ন ও উত্তর প্রিন্ট করে মোটা টাকায় বিক্রি করার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা আরামবাগ গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে। যদিও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি কলেজের। অধ্যক্ষ অরূপকুমার রায়কে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি। ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে আটক করেছে পুলিশ।
এবার কি সৌগত রায় ও সুখেন্দুশেখর রায়ের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পারে তৃণমূল? সূত্রের দাবি, তৃণমূল সাংসদ সৌগত রায় বাংলাদেশ নিয়ে আলোচনার জন্য, লোকসভায় মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। অন্যদিকে, সুখেন্দুশেখর রায় রাজ্য়সভায় আসন পরিবর্তনের জন্য চেয়ারম্য়ান জগদীপ ধনকড়কে চিঠি লিখেছেন। তৃণমূল সূত্রে দাবি, দুই সাংসদই সিদ্ধান্ত নিয়েছেন শীর্ষ নেতৃত্বকে বিন্দুবিসর্গ না জানিয়ে, যা নিয়ে ক্ষুব্ধ দলের শীর্ষ নেতৃত্ব।