Ekhon Kolkata : ললিত মোদির ট্যুইটের পর এবার সোশাল সাইটে মুখ খুললেন সুস্মিতা সেন। Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
15 Jul 2022 09:43 PM (IST)
ললিত মোদির ট্যুইটের পর এবার সোশাল সাইটে মুখ খুললেন সুস্মিতা সেন। ‘আমি একটা সুখের জায়গায় আছি’ ,বিয়ে করিনি, কোনও আংটি নেই’ ,‘নিঃশর্তভাবে ভালবাসায় ঘিরে আছি’, ‘যথেষ্ট স্পষ্ট করে বলেছি’ , ‘এবার নিজের জীবন এবং কাজে ফিরব’, ‘আমার সুখের সময়কে শেয়ার করার জন্য সবসময় ধন্যবাদ’, আমি তোমাদের ভালবাসি, দুই মেয়ের সঙ্গে নিজের ছবি পোস্ট করে মন্তব্য সুস্মিতা সেনের।