Ekhon Kolkata : 'ধান্দাবাজরা আবার তৃণমূলে ফিরছে', বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ মনোরঞ্জন ব্যাপারীর
'ধান্দাবাজরা আবার তৃণমূলে ফিরছে। ভোটের আগে তৃণমূল ছেড়ে অনেকে বিজেপিতে গিয়েছিলেন। দেড় হাজার পর্যন্ত গুণতে পেরেছিলাম, তার পরে পারিনি। বিজেপি ছেড়ে এবার আবার সব ফিরে আসছে।" বিজেপি ছেড়ে তৃণমূলে প্রত্যাবর্তন নিয়ে কটাক্ষ মনোরঞ্জন ব্যাপারীর। বলাগড়ের তৃণমূল কংগ্রেস বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী।
চাকদার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষের পুত্রবধূ অনসূয়া ঘোষকে জিজ্ঞাসাবাদ শেষ। জিজ্ঞাসাবাদের শেষে বেরিয়ে গেল সিআইডি-র টিম। এইমস-এ নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ। বেলা সোয়া ১২টা নাগাদ হরিণঘাটায় বিধায়কের বাড়িতে যান সিআইডি-র চারজন অফিসার। সিআইডি জিজ্ঞাসাবাদ নিয়ে এখনও বিজেপি বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইম্ফলে খারাপ আবহাওয়া, বিমান ঘুরিয়ে কলকাতায় অবতরণ। ইম্ফল থেকে কলকাতায় ঘুরিয়ে নিয়ে আসা হল বিমান। ঘুরিয়ে নিয়ে আসা হল দিল্লি থেকে ইম্ফলগামী বিমান। রানওয়েতে জল জমে থাকায় ইম্ফল বিমানবন্দরে অবতরণ সম্ভব হয়নি। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর কলকাতায় ঘুরিয়ে নিয়ে আসা হল বিমান।