Bangladesh News: সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণে দাসের একের পর এক আইনজীবীর উপরে হামলা! ABP Ananda Live
Continues below advertisement
ABP Ananda Live: বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে। আতঙ্কের পরিবেশ। বেছে বেছে হিন্দুদের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে পাল্টা আগরতলায় অবস্থিত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখানো হয়। শনিবার ঢাকা হয়ে আগরতলা-কলকাতাগামী একটি বাস হামলার শিকার হওয়ার পরই এই ঘটনা।
এই আবহে একমাস পিছিয়ে গেছে ইসকনের সন্ন্যাসীর জামিন-মামলার শুনানি। সূত্রের খবর, আগামী বছরের ২ জানুয়ারি চিন্ময়কৃষ্ণর জামিন-মামলার শুনানি হতে পারে। সন্ত্রাসের ভয়ে কোনও আইনজীবী লড়তে পারলেন না চিন্ময়কৃষ্ণর হয়ে। গতকাল চিন্ময়কৃষ্ণর আইনজীবী রমেন রায়ের ওপর হামলা চালানো হয়। বাড়ি ভাঙচুর করা হয় আইনজীবীর। গুরুতর জখম ওই আইনজীবী ICU-তে ভর্তি রয়েছেন। এদিন বাকি চিন্ময়কৃষ্ণর হয়ে লড়ার জন্য বাকি ৫০ জন আইনজীবীর কেউই হাজির ছিলেন না চট্টগ্রাম আদালতে।
Continues below advertisement
Tags :
Clashes Breaking News Protest BJP Bangladesh Bangladesh News Bharatiya Janata Party Hindus In Bangladesh Bangladesh Protests Latest India News Modi Bangladesh Visit Bangladesh Iskcon Temple Bangladesh Violence On Hindu Bangladesh Video