Kunal On Mukul Roy: সিবিআই-ইডি-র মুকুল রায়কে জেরা করা উচিত, বিস্ফোরক ট্যুইট কুণাল ঘোষের । Bangla News
abp ananda | 11 Feb 2022 08:45 PM (IST)
বিজেপি নেতা মুকুল রায়কে গ্রেফতার করা উচিত সিবিআই-ইডি-র। সারদা-নারদকাণ্ডে মুকুল রায়কে গ্রেফতার করা উচিত। সিবিআই-ইডি-কে আগেই চিঠি পাঠিয়েছি। একযোগে দুই তদন্তকারী সংস্থার মুকুল রায়কে জেরা করা উচিত। উনি একজন প্রভাবশালী ষড়যন্ত্রী। বিস্ফোরক ট্যুইট কুণাল ঘোষের।