চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান মমতার, ১৫ থেকে ১৭ ভার্চুয়াল পুজো উদ্বোধন মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Oct 2020 08:13 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
চেতলা অগ্রণীতে দেবীর চক্ষুদান করলেন মুখ্যমন্ত্রী। ১৫, ১৬, ১৭ পুজোর ভার্চুয়াল উদ্বোধন। ১৫ই অক্টোবর উত্তর কলকাতার ভার্চুয়াল পুজোর উদ্বোধন। ১৬ই অক্টোবর বেহালা, যাদবপুরের ভার্চুয়াল পুজোর উদ্বোধন এবং ১৭ ই অক্টোবর দক্ষিণ কলকাতায় ভার্চুয়াল পুজো উদ্বোধন। এই তিন দিন বিকেল ৫টায় ভার্চুয়াল পুজো উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ফিরহাদ হাকিম জানালেন, মানুষ যদি না আসেন তাহলে পুজো করার আগ্রহ চলে যাবে। সামাজিক দূরত্ব যাতে বজায় থাকে এর জন্য আগে থেকে মণ্ডপ খোলা হয়েছে। তিনি জানান, আমরা একটা ডিটক্স স্প্রে টানেল বসাচ্ছি। যার মধ্যে ঢুকলে শরীর স্যানিটাইজ হয়ে যাবে। টানেলে বিশেষ স্প্রের মাধ্যমে পি এইচ লেভেল বাড়বে, যার ফলে মণ্ডপের মধ্যে একজনের থেকে অন্যজনের সংক্রমণ ছড়াবে না।