Yogi At Bengal: 'বন্দে মাতরম মন্ত্রে দীক্ষিত বীর ভূমিকে আমার প্রণাম’' , রাজ্যে আসার আগে ট্যুইট যোগীর
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমালদায় বিজেপির (BJP) উত্তরবঙ্গের পরিবর্তন যাত্রার (Parivartan yatra) সমাপ্তি সভায় যোগ দিচ্ছেন উত্তরপ্রদেশের (মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মঙ্গলবার দুপুর ২টো নাগাদ গাজোল কলেজের মাঠে এই সভায় যোগ দেবেন তিনি। এই সভায় উপস্থিত থাকবেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo), দেবশ্রী চৌধুরী (Debashree Choudhury), অর্জুন সিংহ (Arjun Singh), সায়ন্তন বসু (Sayantan Basu), অভিনেতা হিরণ চট্টোপাধ্যায় (Hiran Chyatterjee) সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব। সভার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, চলছে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী। ইতিমধ্যেই সভাপ্রাঙ্গণে জনসমাগম শুরু হয়ে গেছে। এদিকে আজ মালদায় আসার আগে এবিপি গঙ্গার মহাঅধিবেশন অনুষ্ঠানে তিনি বলেন, "পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় ক্ষমতায় আসছে বিজেপি।" পাশাপাশি পরীক্ষার দিন ঘোষণা হয়ে গিয়েছে।