মাদক-তদন্তে এনসিবির সমন দীপিকাকে, শুক্রবার হাজিরার নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 23 Sep 2020 08:30 PM (IST)
মাদক যোগে দীপিকা পাড়ুকোনকে সমন এনসিবির। দীপিকা ছাড়াও সারা আলি খান, শ্রদ্ধা কপূরকেও সমন করা হয়েছে। শুক্রবার দীপিকাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। গোয়াতে রয়েছেন বলে সময় চেয়েছেন দীপিকা। রকুলপ্রীত সিংহ, শ্রুতিকেও কাল ডাকা হবে। প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।