মেট্রোর কাজ শেষ, নির্ধারিত সময়ের আগে খুলে দেওয়া হল শিয়ালদা উড়ালপুল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Oct 2020 06:48 PM (IST)
মাটির নীচ দিয়ে মেট্রো টানেলের কাজ শেষ। খুলল শিয়ালদা উড়ালপুল। তিন দিন বন্ধ থাকার পর খুলল শিয়ালদা উড়ালপুল। নির্ধারিত সময়ের ১৩ ঘণ্টা আগে চালু উড়ালপুল। আজ সকালের মধ্যেই কাজ শেষ হয়ে যায়। তারপর কিছুক্ষণ পর্যবেক্ষণের পর যান চলাচলের জন্য খুলে দেওয়া হল উড়ালপুল।