'সুশান্তের শরীরে মেলেনি বিষক্রিয়ার চিহ্ন' বলছে ফরেন্সিক রিপোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Sep 2020 09:12 PM (IST)
সুশান্ত-মৃত্যু তদন্তে নতুন মোড়। সুশান্তের শরীরে মেলেনি বিষক্রিয়ার চিহ্ন। বিষক্রিয়ায় মৃত্যু হয়নি সুশান্তের। সিবিআইয়ের কাছে জমা দেওয়া এইমসের ফরেন্সিক রিপোর্টে উল্লেখ। আত্মহত্যা? না সুশান্তকে খুন? মৃত্যুর প্রায় সাড়ে তিন মাস পরেও মেলেনি উত্তর! এই পরিস্থিতিতে অভিনেতার দুই দিদিকে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। জিজ্ঞাসাবাদ করা হতে পারে সুশান্তের ভগ্নীপতিকেও! এরই মধ্যে সিবিআইয়ের কাজে প্রাথমিক ফরেন্সিক রিপোর্ট দিয়েছে এইমস। রিপোর্টে বলা হয়েছে, সুশান্তের শরীরে মেলেনি বিষক্রিয়ার চিহ্ন। পর্যালোচনা করা হবে কুপার হাসপাতালের রিপোর্টও।