‘সন্তোষজনক নয় প্রেসিডেন্সি জেলের ভূমিকা’, পিনকন মামলায় কড়া চিঠি তমলুক আদালতের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Oct 2020 08:12 PM (IST)
প্রেসিডেন্সি জেলের সুপারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। পিনকন মামলায় তদন্তের নির্দেশ তমলুক আদালতের। তমলুক আদালতের বিচারক কার্যত কড়া ভাষায় চিঠি পাঠান রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে। প্রেসিডেন্সি জেলের ভূমিকা সন্তোষজনক নয়। সন্তোষজনক নয় নেতাজিনগর থানার ভুমিকাও। পিনকন কর্তার চিকিৎসকের ভূমিকাও সন্তোষজনক নয়। হাসপাতালে ভর্তি পিনকন কর্তা তা জানত না আদালত। আদালতকে আগে থেকে কোনও তথ্যই দেওয়া হয়নি, পিনকন মামলায় মন্তব্য তমলুক আদালতের। ১০ দিনের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ আদলতের।