বড়জোড়া শিল্পাঞ্চলে রসিদ ছাপিয়ে তোলাবাজির অভিযোগ, কাঠগড়ায় বিজেপি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 12 Oct 2020 10:23 PM (IST)
বাঁকুড়ার বড়জোড়া শিল্পাঞ্চলে তোলাবাজি। দলের নামে রসিদ কেটে টাকা তোলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, কটাক্ষ তৃণমূলের। অভিযোগ অস্বীকার করছে গেরুয়া শিবির। চাঁদার রসিদে লেখা ভারতীয় জনতা পার্টি, নেওয়া হয়েছে ৫ হাজার টাকা। অভিযোগ, বড়জোড়া শিল্পাঞ্চলের দিনের পর দিন এইভাবে রসিদ ছাপিয়ে তোলা তুলছে পদ্ম শিবির।