আন্তর্জাতিক ফোন কলকে লোকালে বদলে 'প্রতারণা', সল্টলেকে পর্দাফাঁস চক্রের, গ্রেফতার ২
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Sep 2020 07:27 PM (IST)
আন্তর্জাতিক ফোন কলকে লোকাল কলে বদলে প্রতারণার অভিযোগ। সরকারের পাওনা টাকা চলে যাচ্ছিল অন্য হাতে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে গ্রেফতার ২। বাজেয়াপ্ত ফোন কলের নম্বর বদলানোর সরঞ্জাম। প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর কমিশনারেটের পুলিশ। পুলিশ সূত্রে খবর, টেলিকম দফতরের তরফে তাদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিল। তারপর সূত্র ধরেই সন্ধান মেলে এই প্রতারণাকারীদের।