'কম কাজ করে দাঙ্গা লাগালে, বেশি মূল্য পাওয়া যায়', উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে নাম না করে বিজেপিকে আক্রমণ মুখ্যমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Sep 2020 07:28 PM (IST)
কাজ করেও উত্তরবঙ্গে মূল্য না পাওয়ার আক্ষেপ মমতার। সারা উত্তরবঙ্গ জুড়ে প্রচুর কাজ হয়েছে। কিন্তু দেখছি, বেশি কাজ করেও মূল্য কম হচ্ছে। কম কাজ করে দাঙ্গা লাগানো গেলে, বেশি মূল্য পাওয়া যায়। উত্তরবঙ্গের প্রশাসনিক বৈঠকে নাম না করে বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী।