'শকুন্তলা দেবী'-র ট্রেলার প্রকাশ্যে, নাম ভূমিকায় বিদ্যা বালান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Jul 2020 05:04 PM (IST)
মাত্র তিন বছর বয়সে প্রথাগত শিক্ষা ছাড়াই অঙ্কের জটিল হিসেব মিলিয়ে দিতে পারতেন। ৮৩ বছরের জীবনকালে সারা বিশ্বে ঘুরে নিজের বিরল প্রতিভার পরিচয় দিয়েছিলেন শকুন্তলা দেবী। সেই কাহিনিই সিনেমার দর্শকদের সামনে তুলে ধরেছেন পরিচালক অনু মেনন। প্রকাশ্যে বিদ্যা বালান, যিশু সেনগুপ্ত, সান্য মালহোত্র, অমিত সাধ অভিনীত ‘শকুন্তলা দেবী’-র ট্রেলার।