ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা ভূপেশ পান্ডিয়া
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Sep 2020 03:57 PM (IST)
ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা ভূপেশ পান্ডিয়া। ভিকি ডোনার, পরমানু সহ বলিউডের বহু ছবিতে এবং টেলিভিশন সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। তাঁর প্রয়ানে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন মনোজ বাজপেয়ী, গজরাজ রাও, মুকেশ ছাবরা, আদিল হুসেন, রাজেশ তৈলাঙ্গ। সৌমিত্র চট্ট্যোপাধ্যায়ের বায়োপিক অভিযানের শ্যুটিং শেষ|