‘রিয়েল লাইফ হিরো’, নেপাল, রাশিয়ার পর এবার দুবাই থেকেও ভারতীয়দের ফেরাচ্ছেন দেব
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2020 05:04 PM (IST)
নেপাল, রাশিয়ার পর এবার দুবাই থেকে ভারতীয়দের ফেরানোর বন্দোবস্ত করলেন অভিনেতা-সাংসদ দেব। দেবের উদ্যোগে রবিবার বিকেলে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশ্য রওনা দিয়েছেন ১৭১ জন ভারতীয়। যাত্রীদের মধ্যে পরিযায়ীর শ্রমিক, অন্তঃসত্ত্বা মহিলা এবং নিকটাত্মীয়কে দেখার তাগিদে রওনা দেওয়া ভারতীয়রা রয়েছেন। প্রত্যেকের যাত্রা শুভ হোক, ছবি শেয়ার করে ট্যুইটারে লিখেছেন দেব।