ফিল্মস্টার : ছড়ালেন সুরের মূর্ছনা, প্রকাশ্যে মিমির গাওয়া রবীন্দ্রসঙ্গীতের ঝলক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Jun 2021 04:10 PM (IST)
তড়কা-ইডলি রান্না করলেন শিল্পা শেট্টি। রান্নার পর তা খেলেন তাঁর টিমের সদস্যরা। ইনস্টাগ্রামে সেই মজার ভিডিও পোষ্ট করলেন শিল্পা। ইনস্টাগ্রামে নিজের শরীরচর্চার ভিডিও শেয়ার করলেন সোনাক্ষী সিনহা। প্রকাশ্যে এল মিমি চক্রবর্তীর গাওয়া রবীন্দ্রসঙ্গীতের ঝলক। কেনিয়ায় বেড়াতে যাওয়ার কিছু পুরনো ছবি শেয়ার করলেন তথাগত। নতুন ফটোশ্যুটের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করলেন শ্রাবন্তী।