Film star : ওটিটিতে কী ছেড়ে কী দেখবেন? একাধিক নতুন নতুন কনটেন্ট একসঙ্গে হাজির
ABP Ananda | 19 Nov 2022 03:50 PM (IST)
ওটিটিতে কী ছেড়ে কী দেখবেন? একাধিক নতুন নতুন কনটেন্ট একসঙ্গে হাজির। বলাই যায় উইকএন্ড বিনোদনের রকমারি পশরা সাজানো রয়েছে ওটিটিতে। তার উপরে, ভিকি কৌশলের সিনেমা ‘গোবিন্দ মেরা নাম’ ১৬ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পাবে, সেই ঘোষণাও হয়ে গেল।