Film Star: খানসার-এর ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন পর্ব এবার, শ্যুটিংয়ে ফিরছেন প্রভাস, দ্বিতীয় অধ্যায়ে শুরু হচ্ছে সালার
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppABP Ananda LIVE: খানসার-এর ক্ষমতা দখলের লড়াইয়ে নতুন পর্ব এবার। শ্যুটিংয়ে ফিরছেন প্রভাস, দ্বিতীয় অধ্যায়ে শুরু হচ্ছে সালার। ওদিকে ক্যামিও এন্ট্রিতে থাকছেন সলমন, বরুণের অ্যাকশন-ফোকাসে অ্যাটলির বেবি জন। তুড়ি মেরে ভূত ধরবেন রীতেশ দেশমুখ আর মেঘের সঙ্গে সখ্যতায় মানিকবাবু খুঁজবেন জীবনের সুখ।
বক্স অফিসে প্রভাস নতুন প্রভাতের সন্ধান পেলেন কল্কির হাত ধরে। প্যান-ইন্ডিয়ান তারকাদের সামনে এবার নতুন পরীক্ষা। বক্স অফিসের বাজিতে কে ফেলবেন পরবর্তী তুরুপের তাস? রাম চরণের 'গেম চেঞ্জার' কি দিচ্ছে আভাস?
ভাইরাল হলেই ভরসা থাকে। ব্যাড নিউজ রিলিজের আগে ভিকির ভিডিও ভাইরাল। ডান্স স্টেপে ঝড় তুলে সোশাল মিডিয়া কাঁপাচ্ছেন তিনি। অনস্ক্রিন জুটির ম্যাজিকে তৃপ্তি আর ভিকিই কি ভিকট্টি এনে দেবেন বক্স অফিসে। গুড নিউজ পাবেন 'ব্যাড নিউজ'-এর নির্মাতারা?