Film Star: পুজোয় বিনোদনের পসরা সাজিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে কোন কোন সিনেমা-সিরিজ? I Bangla News
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
17 Sep 2022 03:17 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রতিবছরই পুজোয় মুক্তি পায় সিনেমা। গত দুবছর কোভিড আবহে ছবি মুক্তির সংখ্যা কম ছিল। এ বছর কোনও রকম বাধানিষেধ এখনও অবধি নেই। অতিমারীর সময় কাটিয়ে ২০২২-এ শারদ আনন্দে মাতবে সকলে। আজ দেখে নেওয়া যাক এবার পুজোয় বিনোদনের পসরা সাজিয়ে মুক্তির অপেক্ষায় রয়েছে কোন কোন সিনেমা ও সিরিজ।