Arjun Singh: টেন্ডার দুর্নীতির মামলায় অর্জুন সিংহ-কে আজ তলব করেছে CID

Continues below advertisement

BJP News: ভাটপাড়া পুরসভার টেন্ডার দুর্নীতির মামলায় অর্জুন সিংহ-কে আজ তলব করেছে CID। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। নোটিসে উল্লেখ, এর আগে তলব সত্ত্বেও অর্জুন সিংহ হাজিরা না দেওয়ায় তদন্তে দেরি হচ্ছে। তাই তথ্যপ্রমাণ সমেত আজই CID দফতরে প্রাক্তন সাংসদকে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে অর্জুনের বিরুদ্ধে আইনি পদক্ষেপেরও উল্লেখ রয়েছে CID নোটিসে।

 

 

বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা

কারও পায়ে রক্ত জমে গেছে। কোমরে আঘাত। কাউকে বুট দিয়ে লাথি মারা হয়েছে। রেহাই পাননি মূক ও বধির মৎস্যজীবীও। বাংলাদেশের জেলে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ভারতীয় মৎস্যজীবীরা। গত বছর অক্টোবর ও নভেম্বর মাসে ৬টি ট্রলারে চড়ে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিলেন কাকদ্বীপের ৯৬ জন মৎস্যজীবী। আন্তর্জাতিক জল-সীমানা লঙ্ঘনের অভিযোগে তাঁদের গ্রেফতার করে ইউনূস সরকার। সোমবার বাড়ি ফিরেছেন তাঁরা। কিন্তু এখনও তাঁদের চোখে-মুখে আতঙ্কের ছাপ।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram