ফিল্মস্টার: হার্ট অ্যাটাকে প্রয়াত ‘বধাই হো’-র 'দাদি' সুরেখা সিক্রি! শোকস্তব্ধ বলিউড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Jul 2021 06:04 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী সুরেখা সিক্রি (Surekha Sikri)। হৃদরোগে আক্রান্ত হয়ে আজ সকালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। ২০২০-তে তাঁর ব্রেন স্ট্রোকও হয়েছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বছর ব্রেন স্ট্রোকের পরেই মারাত্মক অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোকের পরে শারীরিক সমস্যা আরও বাড়ে। এরপর আর অভিনয় করার মতো শারীরিক পরিস্থিতি ছিল না। জ়োয়া আখতারের ছবি ঘোস্ট 'স্টোরিজ'-এ শেষবার অভিনয় করেছিলেন সুরেখা সিক্রি। যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছিল। ‘তমাস’, ‘মাম্মো’, ‘বধাই হো’-তে তাঁর অভিনয় ভোলার নয়। এই তিনটি ছবিতে অভিনয় করে সহ-অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন তিনি। বলিউড সহ টেলিভিশনে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছিলেন তিনি।
১৯৪৫ সালের ১৯ এপ্রিল উত্তরপ্রদেশের জন্ম সুরেখার। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে ভর্তি হন ন্যাশনাল স্কুল অব ড্রামায়। ১৯৭১ সালে পাশ করেন তিনি। ১৯৮৯ সালে সঙ্গীত নাটক অ্যাকাডেমি পান সুরেখা। বাবা ছিলেন বায়ুসেনা অফিসার। মা ছিলেন শিক্ষিকা। হেমন্ত রেগের সঙ্গে বিয়ে হয় হয় সুরেখার।