FilmStar : বাণিজ্য নগরীর সিনেদুনিয়ায় মন্দা ২০২২ এ যেন কাটতেই চাইছে না, দেখুন বিনোদন জগতের সব গুরুত্বপূর্ণ খবর। ফিল্মস্টার।
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Sep 2022 05:07 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবাণিজ্য নগরীর সিনেদুনিয়ায় মন্দা ২০২২ এ যেন কাটতেই চাইছে না। দক্ষিণী রিমেক থেকে টলি তারকাদের সই করানো, একের পর এক পদক্ষেপ করে চলেছেন নির্মাতা, পরিচালকরা। তেলুগু, তামিল থেকে কন্নড়, মালায়ালম; প্রাদেশিক না, দেশের বেচিত্র্যই যেন অতিমারী উত্তর ভারতের সিনেম্যাটিক ন্যারেটিভ।
৭ অক্টোবর বড়পর্দায় মুক্তি পাবে গুডবাই। তার আগে এবিপি আনন্দর মুখোমুখি রশ্মিকা মন্দানা।
একদিকে ধাঁধা নিয়ে শহরের অলি-গলি সন্ধান,আর ফিউচার ফিল্মে কীর্তির গুণগান। কলমের কারিকুরি, সঙ্গে অ্যাকশন- সম্মুখ সমরে টোটা আর অনির্বাণ। আজ সন্ধে ৬.৩০টায় দেখুন ‘উত্তর বনাম দক্ষিণ’। তার আগে ঘুরে আসা যাক করিনা কপূরের বার্থডে পার্টি থেকে। দেখে নেওয়া যাক কারা উপস্থিত ছিলেন এই পার্টিতে।